Monday, February 20, 2017


ডাক কর্মচারী আন্দোলনের অবিসংবাদিত তথা প্রবাদপ্রতীম নেতা কম: গোপাল পাল আজ সকালে তাঁর বাঁকুড়ার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন; রেখে গেলেন তাঁর স্ত্রী, পুত্র ও পুত্রবধু সহ অসংখ্য অনুরাগীকেI NFPE, বাঁকুড়া বিভাগীয় শাখার পক্ষ তাঁর প্রয়াণে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো যায়I